‘এক সুঁতোয় গাঁথা আমরা শিল্পী পরিবার’—এই শ্লোগানকে সামনে রেখে শিল্পী পরিবার ফরিদপুর জেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পদ্মা নদীর কোলঘেঁষা ধলার মোড় এলাকায় মো. রুবেল হোসেন দুলালের বাগানবাড়িতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ২০২৬-এর আয়োজন করা হয়।
সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। দিনব্যাপী আয়োজনে সংগীত, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার শিল্পীরা।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাচিক শিল্পী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ, ব্যবসায়ী মো. রুবেল হোসেন দুলাল, শিল্পী পরিবার ফরিদপুর জেলার আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সেকেন্দার আলী শেখ এবং সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল।
অনুষ্ঠানে ভাঙ্গা, আলফাডাঙ্গা, চরভদ্রাসন, চর হরিরামপুরসহ ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার শিল্পীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন শিল্পী রাশেদা বেগম ও আব্দুল মান্নান।
অনুষ্ঠানটি শিল্পীদের মিলনমেলা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

মাহাবুব হোসেন পিয়াল, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৮:০১ পিএম