বাংলাদেশ অবশেষে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অবধারিতভাবেই এই স্কোয়াডে আছেন আলোচনায় থাকা মোস্তাফিজুর রহমান। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল আরও এক দিন আগেই জমা দিয়ে দিয়েছে বিসিবি। তার এক দিন পর আজ ঘোষণা করেছে বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।
ওপেনার হিসেবে সাইফ হাসানের সঙ্গে তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস আছেন ভাবনায়। এশিয়া কাপে দলের মিডল অর্ডারের ভরাডুবির পুনরাবৃত্তি ঠেকাতে পারভেজ হোসেন ইমনের জায়গা হতে পারে চারে।
মিডল অর্ডারে তার সঙ্গে থাকবেন তাওহীদ হৃদয়। সঙ্গে শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহানদেরও রাখা হয়েছে স্কোয়াডে। স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। পেস বোলিং অলরাউন্ডার আছেন দুজন— তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
পেসার হিসেবে মোস্তাফিজ আছেন। তার সঙ্গে এই স্কোয়াডে আছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম।
২০২৬ সালের এই বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে টেনেও ছেড়ে দিতে হয়েছে বিসিসিআইয়ের নির্দেশের কারণে। যা বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে নতুন করে শীতল সম্পর্কের জন্ম দিয়েছে। যার ছাপ পড়তে পারে বিশ্বকাপেও। আইসিসিকে দেওয়া এক চিঠিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন করতে চলেছে বিসিবি।
স্কোয়াড–
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৩:১৪ পিএম