ফরিদপুর শহরের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের জন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক মানুষ চোখের চিকিৎসা সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।
রবিবার (৪ জানুয়ারি) ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বগঙ্গাবর্দী এলাকার গনীর মোড়ে অবস্থিত আলোর দিশারী যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকেই ক্যাম্পে রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারছিলেন না। আলোর দিশারী যুব সংঘের এই উদ্যোগ তাদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।
ক্যাম্পে অংশগ্রহণকারী অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখে ঝাপসা দেখা, চোখে পানি পড়া, জ্বালাপোড়া, ছানি সংক্রান্ত সমস্যা ও অন্যান্য চক্ষু রোগ পরীক্ষা করা হয়। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। যেসব রোগীর উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, বিনামূল্যে এমন সেবা তাদের জন্য অত্যন্ত উপকারী। এক বয়স্ক রোগী বলেন, “চোখে অনেকদিন ধরে সমস্যা ছিল। টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা পেলাম। আল্লাহ আলোর দিশারী যুব সংঘের সবাইকে ভালো রাখুক।”
এ বিষয়ে আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “আলোর দিশারী যুব সংঘ সবসময় সমাজের কল্যাণ ও মানবিক কাজের সঙ্গে যুক্ত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজ আমরা ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছি। প্রায় শতাধিক মানুষের মাঝে এ সেবা দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে চাই।”
উল্লেখ্য, আলোর দিশারী যুব সংঘ দীর্ঘদিন ধরে ফরিদপুর এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিত শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করছে। স্থানীয়দের মতে, অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সমাজসেবামূলক কাজে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আলোর দিশারী যুব সংঘের এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পকে স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজসেবায় তরুণদের এগিয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১০:০৩ পিএম