ফরিদপুরের সদরপুর উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় মোট দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সদরপুর উপজেলার আটরশি–পুকুরিয়া আঞ্চলিক সড়কের বাইশরশি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাইশরশি এলাকায় সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচজন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কামাল হোসেনসহ সদরপুর থানা পুলিশ ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ১১:২৯ এএম