ওয়ান ইলেভেনের সময় সন্তান হত্যার ভয় দেখিয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা যায়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
রবিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার কালিখোলা মোড়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করে সদরপুর উপজেলা বিএনপি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, “এদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য। সেই সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে বলা হয়েছিল। এমনকি বলা হয়েছিল—আপনি দেশ না ছাড়লে আপনার সন্তানদের হত্যা করা হবে। কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এ দেশের মানুষই আমার সন্তান। আমার বিদেশে কোনো বাড়ি নেই। মরতে হলে আমি এই দেশেই মরবো।”
তিনি আরও বলেন, “সম্মানের মালিক একমাত্র আল্লাহ। যারা মিথ্যা মামলা দিয়ে, নির্যাতন করে, দেশ ছাড়তে বাধ্য করতে চেয়েছিল—আজ তারাই দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আর মজলুম, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ তার জানাজায় শরিক হয়েছেন। উপমহাদেশে এত বিশাল জানাজা আর কারো ভাগ্যে জোটেনি।”
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাঈদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত, যুবদল নেতা মোল্যা সোহেল আমিন, ছাত্রদল নেতা তুষার মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ১১:৪০ এএম