ভাঙ্গায় ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৭:১০ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে কাজী বজলু রহমান নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত কাজী বজলু রহমান সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের পুত্র।

রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। অভিযানের পর সোমবার বিকেলে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বাণিজ্যিক কাজে ব্যবহার করছিলেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদে আনার বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আজ জরিমানার পাশাপাশি অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে এবং কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন