ফরিদপুরের চরভদ্রাসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুস সবুর।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মোল্যার সভাপতিত্বে এবং যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মো. শাহজাহান সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এজিএম বাদল আমীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস বাদশা, মো. মঞ্জুরুল হক মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু এবং যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্যাসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৭:৩১ পিএম