কনকনে ঠান্ডায় জবুথবু ফরিদপুর, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:৪৬ এএম

ফরিদপুর জেলায় হঠাৎ করেই তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জেলার জনজীবন। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।

সকাল থেকে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ভাসমান শ্রমজীবীরা। শীতের কারণে অনেক এলাকায় কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। সকালবেলা স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষকেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

ফরিদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক ‘ফরিদপুর প্রতিদিন‘কে জানান, উত্তরাঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিন এই শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে এবং রাত ও ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে।

শীতের প্রভাবে জেলার গ্রামাঞ্চলের মানুষের কষ্ট যেন আরও প্রকট। অনেক দরিদ্র ও অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে কাঁপতে কাঁপতে রাত কাটাচ্ছেন। বিশেষ করে চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বাড়ছে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত আরও ব্যাপক আকারে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন।

আবহাওয়া অফিস পরামর্শ দিয়েছে, শীতজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি গরম কাপড় ব্যবহারের ওপর জোর দিতে। পাশাপাশি অপ্রয়োজনে ভোরের দিকে বাইরে না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

তীব্র এই শীত কবে নাগাদ কমবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কোনো পূর্বাভাস নেই। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কবার্তা জারি করা হবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন