ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংগঠনিক দুর্বলতার অভিযোগ তুলে উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ চারজন নেতা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদত্যাগকারী নেতারা হলেন— সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুল খান।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে দল পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। এসব কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে, যার ফল হিসেবে তারা দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।
তারা আরও বলেন, বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হতে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় ভবিষ্যতে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তারা।
এদিকে এই পদত্যাগের ঘটনায় সালথা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখলেও, অনেকেই মনে করছেন দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
এর আগে সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে একই উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ আরও ৫ জন আ.লীগ নেতা বিএনপিতে যোগদান করেছিলেন।

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৬:০১ পিএম