ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি–২০২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা সপ্না।
শপথ গ্রহণ শেষে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্রের আলোকে প্রেসক্লাব পরিচালনা, ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনে ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
পরবর্তী পর্বে সহ-সভাপতি ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে শুধুমাত্র কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সহ-সভাপতি পদে শেখ মনির হোসেন প্রথম, আশরাফুজ্জামান দুলাল দ্বিতীয় এবং নুরুল ইসলাম আনজু তৃতীয় স্থান অধিকার করেন।
এছাড়া সদস্য পদে বিকে সিকদার সজল প্রথম, মানিক কুমার দাস দ্বিতীয়, মো. রুহুল আমিন তৃতীয়, নির্মল কুমার বিশ্বাস নয়ন চতুর্থ, এস এম রুবেল পঞ্চম এবং এস এম জাহিদ ষষ্ঠ স্থান অধিকার করেন।
এসময় উপস্থিত ছিলেন – প্রেসক্লাবের নতুন সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ নির্বাহী কমিটির সদস্যরা।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৩০ এএম