চার সিনেমার খবর দিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী তোরসা

Faridpur Protidin
বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ২:৫০ পিএম

নতুন বছরের শুরুতেই একের পর এক সিনেমার খবরে আলোচনায় উঠে এসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়ে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন তিনি। এ বছরের শুরুতেই চারটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে জানান দিলেন, বড় পর্দাকেই এখন তার প্রধান ফোকাস।

বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’-এর শুটিংয়ে। তারিফ সৈয়দ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য নির্মাতারই করা।

তোরসা জানান, এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। গ্রামীণ জীবন, মানুষের সম্পর্ক ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন এম ডি ইকবাল হোসেন, আশিক সরকার ও মাহামুদ আলম।

এ ছাড়া সম্প্রতি তোরসা শেষ করেছেন আলী জুলফিকার জাহেদী পরিচালিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। সমাজে নারীর প্রতি বৈষম্য ও দমন-পীড়নের গল্পে নির্মিত এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজও অনেক আগেই শেষ হয়েছে। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। দুটি কাজই বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর বাইরে আরও একটি নতুন সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন তোরসা। তবে আপাতত এ বিষয়ে বিস্তারিত জানাতে নিষেধ রয়েছে বলে জানান তিনি। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করছেন অভিনেত্রী।

নিজের কাজের প্রসঙ্গে তোরসা বলেন, ভিন্ন ভিন্ন চারটি গল্পে কাজ করেছেন তিনি। দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে তার বিশ্বাস। কনটেন্ট বাছাইয়ের ক্ষেত্রে তিনি গল্পের পাশাপাশি টিমকেও গুরুত্ব দেন।

তার ভাষায়, সিনেমাই তার প্রথম অগ্রাধিকার, এরপর ওটিটি ও নাটক। এদিকে অরিজিনাল গল্পের ওয়েব কনটেন্ট ‘প্ল্যান বি’-তে অভিনয় করে দর্শক প্রশংসাও কুড়াচ্ছেন তোরসা। পাশাপাশি তার পডকাস্ট শো ‘শি’-এর প্রথম মৌসুম আলোচিত হয়। শিগগিরই শুরু হবে এর দ্বিতীয় মৌসুম।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে বেছে বেছে অভিনয়ের কাজ করে যাচ্ছেন তোরসা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন