ফরিদপুরে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৬ পিএম

ফরিদপুরে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর শহরের কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। তিনি বেলুন ও জাতীয় পতাকা উৎলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. লোকমান হোসেন, ফরিদপুর বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ আল সিদ্দিকী, সদর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং বিভিন্ন মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা বলেন, “আজকাল অনেকেই খেলাধুলা ছেড়ে মোবাইল ডিভাইসে সময় দিচ্ছে। খেলাধুলা শুধু খেলা নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত। খেলাধুলার মাধ্যমে দেশপ্রেমও জাগ্রত হয়। এটি সমাজের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার একটি কার্যকর মাধ্যম।”

প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ক্রীড়া খেলার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়ার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন