খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে চিকিৎসকদের দোয়া মাহফিল

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৯ পিএম

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ড্যাব ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ডা. আলী আকবর বিশ্বাসসহ ড্যাব ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চিকিৎসক সমাজের সদস্যরা।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর প্রতি তাঁর দায়িত্ববোধের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তাঁরা।

শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও চিকিৎসকরা এ ধরনের ধর্মীয় ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন