ফরিদপুরে ওরস শরীফে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

মাহমুদুল হাসান আরিফ, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ১০:৪১ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ওরস শরীফে যাওয়ার পথে ভ্যানের চাকায় কাপড় জড়িয়ে পড়ে আইয়ুব আলী ব্যাপারী (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আইয়ুব আলী ব্যাপারী ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোট পাল্লা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বার্ষিক চন্দ্রপাড়া ওরস শরীফে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি একটি ভ্যানযোগে চন্দ্রপাড়া–সদরপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অসতর্কতাবশত তার পরনের কাপড় ভ্যানের চাকায় জড়িয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে ভ্যান থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় তার মাথা ফেটে গিয়ে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

আইয়ুব আলী ব্যাপারী দুই পুত্র মিন্টু ব্যাপারী ও সেন্টু ব্যাপারীর জনক। তার একমাত্র কন্যা মঞ্জু বেগম নাসিরাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন