ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন বেড়িবাঁধ এলাকায় বসবাসরত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একশত পঞ্চাশ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন বেড়িবাঁধ ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তীব্র শীত মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল এ পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নে মোট ১ হাজার ৮০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকায় পর্যায়ক্রমে আরও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৩:৪২ পিএম