আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র মাহে রমজান এবং গ্রীষ্মকালীন মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর শহরের ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকোলি)।
ওজোপাডিকোলি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ, ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তন এবং ৩৩ কেভি বাস বার্ষিক সংরক্ষণ কাজের অংশ হিসেবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এই সময় ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ফরিদপুর শহরের সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে— সার্কিট হাউজ (১১ কেভি), আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা এবং রেলস্টেশন ফিডার এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ দ্রুত সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। সে কারণে যেকোনো সময় লাইন চালু হতে পারে ধরে নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
এতে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৭:০৮ পিএম