ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৬ পিএম

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬”।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় থাকে এবং খেলাধুলা মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলে। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায় বলেও তিনি উল্লেখ করেন।’

এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ডিবি, ডিএসবি, সার্কেল অফিস, পুলিশ লাইনস্ ও পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। দ্বৈত প্রতিযোগিতার মাধ্যমে পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যার পর অত্যন্ত জমজমাট ও প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে গ্রুপ ‘ক’ (ইন্সপেক্টর থেকে পুলিশ সুপার পদমর্যাদা) এবং গ্রুপ ‘খ’ (কনস্টেবল থেকে এসআই পদমর্যাদা) থেকে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠে উপস্থিত পুলিশ সদস্যদের করতালিতে পুরো পরিবেশ উৎসবে পরিণত হয়।

প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নূর মোহম্মদ, পুলিশ পরিদর্শক, ডিএসবি (ডিআইও-২), ফরিদপুর এবং মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ডিবি সদর জোন, ফরিদপুর। অন্যদিকে গ্রুপ ‘খ’ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কনস্টেবল মো. সবুজ মোল্যা ও কনস্টেবল মো. সাকিবুল ইসলাম।

খেলা শেষে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন