ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের শ্রী ধাম শ্রী অঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ননী গোপাল রায়, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার দত্ত এবং আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রীতি কনা রাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম দত্ত, কোতোয়ালি পূজা উদযাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জিব রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক উৎপল দত্ত, সদস্য দীপন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সুমিত শিকদার এবং মহানাম সম্প্রদায়ের সদস্য বন্ধু কিশোর ব্রহ্মচারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গীতা পাঠ প্রতিযোগিতায় মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ‘ক’ গ্রুপ ও ‘খ’ গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৫:০৩ পিএম