আসছে নতুন দৈনিক অগ্নিপ্রহর

হারুন আনসারী, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৫:২৫ পিএম

ইতিহাসের পাতায় চব্বিশের জুলাই হয়ে থাকবে একটি জাতির পুনর্জন্মের মহাকাব্য। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বৈষম্য ও রুদ্ধশ্বাস বাস্তবতার অবসান ঘটিয়ে আত্মমর্যাদা পুনরুদ্ধারের যে সংগ্রাম, তার মধ্য দিয়েই অভ্যুদয় ঘটেছে এক নতুন বাংলাদেশের। এই ঐতিহাসিক পরিবর্তনের অগ্রভাগে ছিল দেশের অদম্য ও সাহসী তরুণ সমাজ।

রাষ্ট্র যখন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের পথ থেকে বিচ্যুত হয়, তখন গণবিস্ফোরণ অনিবার্য হয়ে ওঠে—জুলাই আন্দোলন তারই বাস্তব উদাহরণ। দীর্ঘদিনের বঞ্চনা, সংকুচিত বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে রাজপথে নেমে আসে এক প্রজন্ম। ‘বৈষম্যবিরোধী’ স্লোগানে প্রকম্পিত হয় নগর ও জনপদ। এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারে রূপ নেয়।

জুলাই আন্দোলনের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে প্রমাণ করেছেন—আদর্শের লড়াইয়ে ভয় তুচ্ছ। আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ—প্রতিটি নাম আজ সাহস ও আত্মত্যাগের প্রতীক। আন্দোলনের পাশাপাশি তরুণরা দেয়ালে গ্রাফিতি এঁকেছে, ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী ভূমিকা রেখেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছে।

এই নতুন বাংলাদেশের অঙ্গীকার স্পষ্ট—এখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে, দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না এবং প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর সমান গুরুত্ব পাবে। গণমাধ্যম হবে সত্য ও ন্যায়ের অতন্দ্র প্রহরী। সেই স্বপ্নেরই প্রতিফলন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাহসী তারুণ্যের কণ্ঠস্বর ‘দৈনিক অগ্নিপ্রহর’।

‘দৈনিক অগ্নিপ্রহর’ কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছে। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণই হবে এই গণমাধ্যমের মূল লক্ষ্য। সত্য প্রকাশে নির্ভীক থাকা এবং নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এর অঙ্গীকার।

রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা আজ আমাদের জাতীয় দায়িত্ব। তারুণ্যের শক্তিকে সঠিক দিশা দিতে পারলে বাংলাদেশ বিশ্বের বুকে হয়ে উঠবে এক অনন্য দৃষ্টান্ত। সেই আলোকিত যাত্রায় জনগণের নিত্যদিনের সঙ্গী হতে চায় ‘দৈনিক অগ্নিপ্রহর’—অন্ধকার দূর করে আলোর মশাল জ্বালিয়ে রাখাই যাদের একমাত্র ব্রত।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন