সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৫:৫৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার সিদ্ধান্তে সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মনিরুজ্জামান মোল্লার আবেদনের প্রেক্ষিতে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের প্রতি অবিচল আনুগত্য ও বিশ্বাস রেখে আগামী দিনে দলের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান আলী ইদ্রিস এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষর করেন।

এ সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন