নগরকান্দায় আ.লীগ ও সহযোগী সংগঠন ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৫ নেতা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ২:৪০ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন পাঁচজন স্থানীয় নেতা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নগরকান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনে দায়িত্ব পালন করলেও অবমূল্যায়ন, অনিয়ম ও দলীয় সিদ্ধান্তে বঞ্চিত হওয়ার কারণে তাঁরা দলত্যাগ করতে বাধ্য হয়েছেন। এসব কারণেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন বলে জানান নেতারা।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— নগরকান্দা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা কৃষকলীগের সভাপতি জিন্নাহ সরদার, উপজেলা শ্রমীকলীগের সভাপতি ওহিদুজ্জামান (মান্দার), উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. বাকি মিয়া এবং উপজেলা শ্রমীকলীগের সিনিয়র সহ-সভাপতি জামিউল ইসলাম জামিল।

নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের বিজয় নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন