ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মধুখালী পাটবাজার মোড়ে অবস্থিত বাংলাদেশ মহিলা পরিষদ, মধুখালী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শতাধিক শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি নাসরিন কালাম, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শুক্লা রানী ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক প্রিতীকনা ভাদুরী, সদস্য খুরশিদা আনোয়ার, কাউন্সিলর (অপসারিত) রেশমা আক্তার, সদস্য সালেহা বেগমসহ তৃণমূল পর্যায়ের বিভিন্ন পাড়া কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত শীতার্ত মানুষ বাংলাদেশ মহিলা পরিষদের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মধুখালী প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ৫:৩২ পিএম