জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যার বিচার ও জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক মামুন ফরাজী ও নসরুল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজিজুর রহমান মোসাব্বিরের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একটি চিহ্নিত মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৫ পিএম