ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. মনির মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মনির মোল্যা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলার ওয়ারেন্ট কার্যকরের অংশ হিসেবে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনির মোল্যাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট থাকার তথ্য পাওয়া যায়। পরে রবিবার তাকে ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সূত্র জানায়, মনির মোল্যার গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কারণে তাকে টার্গেট করা হয়েছে বলে দাবি করছেন। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার সম্পূর্ণভাবে আইনানুগ এবং আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
এদিকে আদালতে প্রেরণের পর মনির মোল্যার আইনজীবীরা জামিন আবেদন করবেন বলে জানা গেছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে তার ভবিষ্যৎ আইনি পরিস্থিতি।
পুলিশ সূত্র জানায়, সালথা উপজেলাসহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্টভুক্ত ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই মনির মোল্যাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ১:৫৯ পিএম