ফরিদপুরবাসীর ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার প্রতীক হয়ে শীতবস্ত্রবাহী একটি ট্রাক রবিবার (১১ জানুয়ারি) পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করেছে। দেশের উত্তরের হিমপ্রবণ এই জেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরের একদল মানবিক তরুণ স্বেচ্ছাসেবক এ উদ্যোগ গ্রহণ করেন। মানবিক কার্যক্রমটির নেতৃত্ব দিচ্ছেন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত তরুণ স্বেচ্ছাসেবক খাইরুল ইসলাম রোমান।
টানা চারদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে নতুন ও ব্যবহৃত শীতবস্ত্র সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকরা। এতে প্রায় তিন হাজার শীতবস্ত্র জমা পড়ে। পাশাপাশি নিজেদের অর্থায়নে পাঁচ শতাধিক কম্বলসহ আরও প্রয়োজনীয় শীতসামগ্রী ক্রয় করে উদ্যোগটিকে আরও শক্তিশালী করা হয়। সংগৃহীত এসব শীতবস্ত্র পঞ্চগড়ের প্রত্যন্ত এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খাইরুল ইসলাম রোমান ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, “এগুলো আমাদের ব্যক্তিগত কোনো দান নয়—এগুলো ফরিদপুরবাসীর আমানত। মানুষ বিশ্বাস করে আমাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন, সেই বিশ্বাস রক্ষা করাই আমাদের দায়িত্ব। দেশের এক প্রান্তে বসে আরেক প্রান্তের মানুষের কষ্ট যদি আমরা একটু হলেও লাঘব করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, “মানবিক কাজ কোনো মৌসুমি বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানোটা সারা বছরের দায়িত্ব। তরুণদের সম্মিলিত উদ্যোগে আমরা সেটা প্রমাণ করতে চাই।”
রোমান জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের অনেক মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু, বয়স্ক ও দিনমজুর শ্রেণির মানুষ শীতবস্ত্রের অভাবে বেশি কষ্ট পান। সেই বাস্তবতা মাথায় রেখেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এই মানবিক অভিযানে রোমানের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন- শরিফুল ইসলাম আবু সাইদ, পারভেজ হাসান রাজিব, বাহারুল ইসলাম রবিন, এস এম রাকিবুল ইসলাম, সালমান আহমেদ সিয়াম, সিফাত শেখ, ইয়াসিন চৌধুরী, শারবিব রাব্বি, মো. হাবিবুর রহমান, কামরুজ্জামান রশিদ, শাহরিয়ার নাফিজসহ আরও অনেক তরুণ স্বেচ্ছাসেবক। তারা সময়, শ্রম ও অর্থ দিয়ে উদ্যোগটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।
তরুণদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহলের মতে, স্বার্থের বাইরে গিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত নতুন প্রজন্মকে মানবতার পথে অনুপ্রাণিত করবে। ফরিদপুর থেকে পঞ্চগড়—দূরত্ব যতই হোক, মানবতার বন্ধনে আজ দুই জেলার মানুষ এক কাতারে দাঁড়িয়েছে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৮ পিএম