ফরিদপুরের মধুখালী উপজেলায় সিজারিয়ান অস্ত্রোপচারের ১০ দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়া বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধুখালীতে অবস্থিত সানজিদা ক্লিনিকের মালিকপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ স্বজনদের।
জানা যায়, গত বছরের ২২ ডিসেম্বর মধুখালীর সানজিদা ক্লিনিকে ডা. মঈনুল হোসেন শাহিন সুমাইয়া বেগমের সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর কয়েকদিন সবকিছু স্বাভাবিক থাকলেও ১০ দিন পর হঠাৎ করে তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
নিহত সুমাইয়া বেগম মধুখালীর মধুরাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত মুরাদ মৃধা এবং স্বামী রহমতুল্লাহ, যিনি বর্তমানে বরিশালে বসবাস করেন। অভিযোগ রয়েছে, এই মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে।
প্রসূতির মা শিরিনা বেগম সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “সিজারের ১০ দিন পর হঠাৎ করে আমার মেয়ের প্রচুর রক্ত বের হতে থাকে। আমি এ বিষয়ে কথা বলতে নিষেধ পেয়েছি, কিন্তু আমার মন মানছে না। সত্যটা বলতেই হবে।”
তিনি আরও জানান, সানজিদা ক্লিনিকের সংশ্লিষ্ট ব্যক্তি মিজানের সঙ্গে যোগাযোগ করলে তাকে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে ডাক্তার না থাকায় সুমাইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। “মটরের পানির মতো রক্ত বের হচ্ছিল,” বলে কান্নাজড়িত কণ্ঠে জানান শিরিনা বেগম।
চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতির সময়ই সুমাইয়া মারা যান। শিরিনা বেগম বলেন, “রক্তক্ষরণ শুরু হওয়ার চার ঘণ্টার মধ্যেই আমার মেয়েটা মারা গেল। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
এ বিষয়ে সানজিদা ক্লিনিকের মালিকপক্ষের প্রতিনিধি মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ক্লিনিক থেকে রোগীকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। পরে কী হয়েছে, তা আমাদের জানা নেই।”
অন্যদিকে, সিজার পরিচালনাকারী চিকিৎসক ডা. মঈনুল হোসেন শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৯:১৬ পিএম