ভারতের ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি আবারো ইতিহাস রচনা করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, বরোদায় মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি ভারতের জার্সিতে ওয়ানডে খেলায় একটি নতুন মাইলফলক ছুঁলেন।
এই ম্যাচে বিরাট কোহলি খেললেন তার ৩০৯তম ওয়ানডে, যা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ৩০৮ ম্যাচের রেকর্ডকে ছাপিয়ে গেছে। ভারতের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এখন বিরাট কোহলির উপরে রয়েছেন মাত্র চারজন—শচীন টেন্ডুলকার (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৪৭), রাহুল দ্রাবিড় (৩৪০) এবং মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪)।
৩৬ বছর বয়সে কোহলি এখনও দারুণ ফিট এবং পারফর্মেন্সেও ছন্দে রয়েছেন। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেললে তিনি আরও ওপরে উঠে এই তালিকায় শীর্ষস্থানেও পৌঁছাতে পারেন।
এছাড়াও বিরাট কোহলির আন্তর্জাতিক রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৯৭৫-এ। কুমার সাঙ্গাকারার (২৮,০১৬) রান ছাড়িয়ে যাওয়ার জন্য তার প্রয়োজন মাত্র ৪২ রান। এভাবে তিনি শচীন টেন্ডুলকারের পর সর্বকালের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার পথে রয়েছেন। ম্যাচে ৯৩ রানে আউট হয়ে এই রেকর্ডের কীর্তিটিও নিজের করে নিলেন ‘কিং’ কোহলি।

খেলা ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৬:৪৪ এএম