ফরিদপুরের ভাঙ্গায় র্যাবের অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ কামাল খাঁন (৪৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গার আতাদী টোল প্লাজা এলাকায় র্যাব-১০ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত কামাল খাঁন গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বাহাড়া গ্রামের মৃত তফসির খাঁনের পুত্র বলে জানা গেছে।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে যে, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আতাদী টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি অভিযানে কামাল খাঁনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল খাঁন নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ভাঙ্গা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ১১:৩১ এএম