মায়ের আদেশ মায়ের কথা
মেনে চলো ভবে,
চলার পথে এই জীবনে
শান্তি পাবে তবে।
মায়ের মনে আঘাত দিয়ে
বলো না কেউ কথা,
অর্জিত সব পূর্ণ তোমার
সবই যাবে বৃথা।
মা হলো ভাই জগৎ জুড়ে
ভালো থাকার মূল,
মায়ের মুখে হাসি ফোটাও
হারাবে না কূল।
দু’হাত তুলে মা জননী
দোয়া করে যখন,
দোয়াখানা কবুল করেন
আল্লাহ পাক তখন।

রিয়াজ মাস্টার
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৬:১৫ পিএম