চরভদ্রাসনে শিয়ালের হিংস্র হামলা: নারী–শিশুসহ পাঁচজন হাসপাতালে

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৬:৫০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জিয়াসমিন (৫০), তার সাত বছরের ছেলে শিশু রবিউল, শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুতফর ব্যাপারী (৪২)। আহত পাঁচজনকেই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বর্ণনায় আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়। এ সময় তার পাশে থাকা ছেলে রবিউলের হাতে শিয়ালটি কামড় দিলে তিনি ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। তখন শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে সরিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, মানুষের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে তিনি এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগে কামড় দিয়ে মারাত্মকভাবে ক্ষত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে এসেছে। তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সবাইকে পর্যবেক্ষণে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার মাধ্যমে হাসপাতালের র‌্যাবিস ভ্যাকসিনের মজুত শেষ হয়ে গেছে। শুধু র‌্যাবিস ভ্যাকসিনই নয়, এন্টিভেনমসহ জীবন রক্ষাকারী কিছু গুরুত্বপূর্ণ ওষুধেরও সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ডা. হাফিজুর রহমান বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি বেশি থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে র‌্যাবিস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত থাকা অত্যন্ত জরুরি। না হলে এ ধরনের ঘটনায় রোগীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন