ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচিয়ে সীমা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর সুপাড়ি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা সীমাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমা ওই গ্রামের বাসিন্দা কবির খন্দকারের মেয়ে। চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট। দুই বছর আগে তার মা মারা যান।
সীমার বড় বোন সুবর্ণা (২৫) জানান, তিনি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। সীমার এ বছর অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল। ঘটনার দিন দুপুরে সীমা তার বাবাকে বাজারে পাঠায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখা যায়, সে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৭:১৩ পিএম