সদরপুরে সরকারি বটগাছ কেটে অভিযুক্ত পেলেন কারাদণ্ড ও জরিমানা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৭ পিএম

ফরিদপুরের সদরপুরে সরকারি গাছ কাটার অভিযোগে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মটুকচর গ্রামের আব্দুর ছত্তার বেপারী (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি একই দিনে সরকারি খাস জমি থেকে একটি বটগাছ কেটে ফেলেন। এই ঘটনায় তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “সরকারি জমি থেকে গাছ কাটা একটি দণ্ডনীয় অপরাধ। অনেকেই এ বিষয়ে সচেতন নয়। আজকের এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা করা হলো।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন