কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না।
সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। এ সময় কলকাতা লিটারেচার ফেস্টিভালের কিউরেটর মালবিকা ব্যানার্জিসহ সাহিত্য ও প্রকাশনা জগতের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছর ৪৯ বছরে পা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে গত বছর প্রথমবারের মতো বইমেলায় অনুপস্থিত ছিল বাংলাদেশ, আর সেই ধারাবাহিকতায় এবারও দেশটির কোনো অংশগ্রহণ থাকছে না।
বাংলাদেশের অনুপস্থিতিকে কলকাতার বইপ্রেমীদের জন্য বড় ধরনের হতাশা হিসেবে দেখছেন প্রকাশক ও পাঠকেরা। তাঁদের মতে, কলকাতার বাজারে বাংলাদেশের অনেক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বাংলা বই সহজে পাওয়া যায় না। ফলে বইমেলায় বাংলাদেশি প্রকাশনার বইয়ের প্রতি পাঠকদের বিশেষ আগ্রহ থাকে।
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে তিনবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছিল। চলতি বছর বইমেলার ফোকাল কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া সাহিত্যাঙ্গনের আরও অনেক গুণী ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেবেন।
আগামী ২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৫:০৭ এএম