আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মধুখালী উপজেলার কামারখালী ও ডুমাইন ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র তিনি পরিদর্শন করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয়সমূহ খতিয়ে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। সাধারণ ভোটাররা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।
তিনি আরও জানান, গুজব রটিয়ে নির্বাচন পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হারুন-অর-রশীদ, ফরিদপুর ও মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৩ পিএম