ফরিদপুরে চার দিনব্যাপী খাজা বাবা উরস শেষ, বিশ্ব শান্তি কামনায় মিলনমেলা

মফিজুর রহমান শিপন, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৯:২১ পিএম

হযরত শাহসুফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী মহাপবিত্র উরস শরীফ মঙ্গলবার (১৩ জানুয়ারি) আখেরি মুনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত অংশগ্রহণ করেন।

উরসের আয়োজনে বিশেষ দোয়া করা হয় বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং অর্নীতির মুক্তির জন্য। ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ চার দিন ধরে ভক্তদের পদভারে মুখরিত ছিল।

জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দীকি জানান, প্রতি বছরের মতো এবারও হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প ছিল। এই মহামিলনমেলায় সত্য ইসলামের উদার, নৈতিক ও মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত হন সমবেত ভক্তরা।

উরস চলাকালে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জাকের আজকার, মিলাদ মাহফিল এবং বিশেষ মুনাজাতের পাশাপাশি রাসূলে পাক (সা.) ও উলমা-ওলিয়াগণের আদর্শ নিয়ে ওয়াজ ও নসিহত অনুষ্ঠিত হয়।

উরস শেষদিনে শাহসুফী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রওজা শরীফে দর্শন ও আখেরি মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। এ সময় খাজাবাবার স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আগতদের সঙ্গে সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন।

মহাপবিত্র উরস শরীফে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও অংশ নিয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় প্রার্থনা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিদেশ থেকে আগত লাখ লাখ ভক্ত এই উরসকে বিশ্ব শান্তি ও খোদাপ্রেম অর্জনের একটি বড় আধ্যাত্মিক মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন