ফরিদপুর জেলার শিক্ষাঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন মো. শাহিন মিয়া। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে তাঁকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা অর্জন করেছেন তিনি।
মো. শাহিন মিয়া বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ঈশানপুরে অবস্থিত ঈশান ইনস্টিটিউট-এ সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাঠদানে আধুনিক পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলায় তাঁর সুনাম রয়েছে।
ব্যক্তিজীবনে মো. শাহিন মিয়া মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের সন্তান। তাঁর পিতা মো. গোলাম তাহা মিয়া (তোতা মিয়া) বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং মাতা রাহিলা বেগম একজন গৃহিণী। ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী শাহিন মিয়া ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এমএসসি পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে ১৮তম স্থান অর্জন করেন, যা তাঁর মেধার স্বাক্ষর বহন করে। পাশাপাশি তিনি এমএড ডিগ্রিও প্রথম শ্রেণিতে সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষকতা পেশায় নিজেকে দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি।
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভীতি দূর করে বিষয়টিকে সহজ ও আনন্দদায়ক করে উপস্থাপন করাই তাঁর পাঠদানের মূল লক্ষ্য। শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক উদাহরণ ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখাতে আগ্রহী তিনি। এর ফলে তাঁর শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল অর্জন করে আসছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন মানদণ্ডে বিচার করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মো. শাহিন মিয়া ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, “এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি চাই আমার শিক্ষার্থীরা নৈতিকতা ও মানবিক গুণাবলি সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।”
তাঁর এই সাফল্য ফরিদপুর জেলার শিক্ষা অঙ্গনে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৩:০০ পিএম