তীব্র শীতের প্রকোপে যখন উত্তরের জনপদগুলোতে অসহায় ও দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুরবাসী। ফরিদপুরের মানুষের পাঠানো শীতবস্ত্র নিয়ে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে একদল তরুণ সমাজসেবক।
“আলহামদুলিল্লাহ্, প্রথম দিনে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার, তিন্নই হাট ও মাথাফাটা গ্রামের অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের হাতে ফরিদপুরবাসীর আমানত সসম্মানে পৌঁছে দিতে সক্ষম হয়েছি”—এভাবেই অনুভূতি প্রকাশ করেন আয়োজকরা।
এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন হচ্ছে তরুণ সমাজসেবক খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে। তার সার্বিক তত্ত্বাবধানে ও সমন্বয়ে মাঠ পর্যায়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় উপস্থিত থেকে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন শরিফুল ইসলাম আবু সাইদ, পারভেজ হাসান রাজিব, বাহারুল ইসলাম রবিন, এস এম রাকিবুল ইসলাম, সালমান আহমেদ সিয়াম, সিফাত শেখ, ইয়াসিন চৌধুরী, শারবিব রাব্বি, মো. হাবিবুর রহমান, হাবিব কামরুজ্জামান রশিদ, শাহরিয়ার নাফিজ ও আকিব ইসলামসহ আরও অনেকে।
আয়োজক সূত্রে জানা যায়, পঞ্চগড়ের প্রত্যন্ত ও শীতপ্রবণ এলাকায় ছড়িয়ে থাকা হতদরিদ্র মানুষের কথা বিবেচনায় রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। গত তিন দিন ধরে জেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ঘুরে ঘুরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।
স্থানীয় বাসিন্দারা জানান, হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় যখন জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন এই শীতবস্ত্র তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা ফরিদপুরবাসী ও তরুণ স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ‘ফরিদপুর প্রতিদিন’-কে খাইরুল ইসলাম রোমান জানান, “মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। ফরিদপুরের মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এই দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৩:৩১ পিএম