ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের চিহ্নিত দোসর হিসেবে আখ্যায়িত আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক দলে পুনর্বাসনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম ও দমন-পীড়নের চিত্র তুলে ধরেন। তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের ওপর হামলা-মামলা চালিয়েছে, নির্যাতন করেছে। সেই সব ঘটনা ভুলে গিয়ে আজ তাদেরই নিয়ে রাজনৈতিক দলে ভেড়ানো অত্যন্ত লজ্জাজনক।
বক্তারা আরও বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রায় ১৪০০ মানুষের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় না। তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।
সমাবেশে বক্তারা দৃঢ়ভাবে ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৩ পিএম