দৌড়, লাফ আর উল্লাসে ভরা দিন: সারদা সুন্দরী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ১:১৮ পিএম

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কলেজের নিজস্ব ক্যাম্পাসে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম। এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. খালিদুজ্জামান।

ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন