ফরিদপুরের সালথা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন সরকার।
অভিযানকালে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে সাহেব আলী শেখ (৩৬) ও মো. তামিম মাতুব্বর (২৫)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, বৃহস্পতিবার সালথা উপজেলার খাগৈড় গ্রাম এলাকায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনটি অকেজো করা হয় এবং প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে ফেলা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৭ পিএম