ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা, যা গ্রামের মানুষদের মধ্যে আনন্দ ও উত্তেজনার নতুন ঝর্ণা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বালুর মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজারো দর্শক অংশ নেন, যারা প্রতিটি মুহূর্তে প্রাণবন্ত এ খেলার উত্তেজনা উপভোগ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন ও সভাপতিত্ব করেন এডভোকেট ইনজামাম হক মিঠু, আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুন্সি ইশরাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, যিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন, “গরু দৌড়সহ বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। এই ধরনের প্রতিযোগিতা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি অনন্য উদ্যোগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু) এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্যা। তারা সবাই মিলিতভাবে এই উদ্যোগকে প্রশংসা করেন এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার প্রতি নতুন উদ্দীপনা তৈরি করার আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার বিভিন্ন গ্রামের গরু এবং মালিকেরা। দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা উল্লসিত হয়ে ওঠেন। প্রতিটি গরুর দৌড় সবাইকে মুগ্ধ করে, আর শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় থাকে। বিজয়ীরা পুরস্কৃত হওয়ায় এলাকার মানুষদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, “আমরা চাই এই ধরনের গ্রামীণ খেলা পুনরায় জনপ্রিয় হোক। গ্রামের সংস্কৃতি, খেলাধুলা এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
প্রতিযোগিতা শেষে আয়োজকরা ধন্যবাদ জানান প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দর্শকদের। তারা জানান, এই ধরনের উদ্যোগ গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফলস্বরূপ, চর যাত্রাবাড়ির বালুর মাঠে অনুষ্ঠিত এই গরু দৌড় প্রতিযোগিতা কেবল একটি খেলার আয়োজন নয়, এটি গ্রামীণ সংস্কৃতির অমূল্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও আনন্দের এক অনন্য উৎসব হয়ে উঠেছে।

হারুন-অর-রশীদ ও এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১০:১৫ এএম