ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিসান প্রামানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাব্বি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া–আটরশি আঞ্চলিক সড়কের পড়ারন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান প্রামানিক ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরুজ্জামান প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জিসান তার বন্ধু রাব্বিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী খাটরা গ্রাম থেকে কাউলিবেড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পড়ারন এলাকায় পৌঁছালে অপর একটি ফিডার সড়ক থেকে উঠে আসা অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে জিসান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাব্বিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল বাশার বাচ্চু জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১:১০ পিএম