নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১:২২ পিএম

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. হায়দার আলী, মো. আব্দুর রহমান, মতিয়ার রহমান, মোহাম্মদ রিয়াজ করিম, আব্দুর রাজ্জাক প্রামানিক, আকবর বেপারী, আলাউদ্দিন ফকির, মোহাম্মদ শরীফ, নাসিমা খাতুন ও রাবেয়া খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য এই দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। নবম পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, চলতি জানুয়ারি মাসের মধ্যেই তাদের এক দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা তারা করছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিতও দেন তারা।

মানববন্ধনে ফরিদপুরের প্রায় ৩০ থেকে ৩৫টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন