বিশ্বওলী খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি দরবার শরীফে শুরু হয়েছে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন।
শুক্রবার (১৬ জানুয়ারি) মাগরিব নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের বিভিন্ন আমল পালনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ সম্মেলনে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাসসহ নানা যানবাহনে কাফেলা করে দরবার শরীফে সমবেত হচ্ছেন।
সম্মেলনকে কেন্দ্র করে বাইশরশি দরবার শরীফ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। আগত মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে দরবার শরীফ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশনায় দরবার শরীফের বিশাল ময়দান সুসজ্জিত করা হয়েছে। মাঠের পর মাঠ জুড়ে স্থাপন করা হয়েছে শামিয়ানা। পাশাপাশি অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দরবার শরীফ এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া আগত আশেকান-জাকেরান ও মুমিন-মুসলমানদের সেবায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।
চার দিনব্যাপী এ বিশ্ব ইসলামী সম্মেলন আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের মাধ্যমে চূড়ান্ত পর্বে পৌঁছাবে। এরপর বিশ্ব শান্তি, মানবতার কল্যাণ ও উম্মাহর ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

জাকির হোসেন, নগরকান্দা:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৭ এএম