ফরিদপুরের বোয়ালমারীতে আ.লীগ নেতা ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান সজিব, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি আকাশ মাতুব্বর, ইউনিয়ন যুবদলের সভাপতি উজ্জ্বল মুন্সী, ময়েনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব টুলু মিয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, ময়েনদিয়া এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও তার ভাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতুব্বর গত ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা-মামলা, হত্যাচেষ্টা, বাড়িঘর ও জমি দখলসহ নানা ধরনের জুলুম চালিয়েছেন। এখন রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে তারা বিএনপিতে অনুপ্রবেশ করে দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে দাবি করেন বক্তারা।
তারা আরও বলেন, আব্দুল মান্নান মাতুব্বর বিএনপিতে যোগদান করলেও এলাকাবাসী তাকে কখনোই মেনে নেবে না। তার বিরুদ্ধে অতীতের সকল অপকর্মের বিচার দাবি করে বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা দুই ভাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ময়েনদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৯:০৭ এএম