“স্মৃতি”

মো. সাজ্জাদুল লতিফ
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ১০:২১ এএম

বাবা,গাড়ি,বাড়ি,ধন ছিলোনা
ছোট্ট একটা জীবন,
এরই মাঝে জন্ম নিলি
তোরাই আমার ভূবন।

কি করে যে বলবো তোদের,
কত দিবস নিশী,-
ভাবছি শুধু এটাই যেন,
থাকিস তোরা সুখী।

ছোট্ট বেলা কাঁদতি যখন
বায়না কত শত,
কষ্ট হলেও সাধ মেটাতাম
চাওয়া আছে যতো।

ঝড়-বাদলে আগলে নিতাম
এই বুকেরই মাঝে,
আড়াল হ’লেও খুঁজে নিতাম
সকাল কিংবা সাঁঝে।

একদিন সেই ছোট্ট কালে
রাত্রে ভিষণ জ্বর,
কোলে করে দোল দিয়েছি
জাইগা নিশী ভর।

তোর মনে নাই ছোট্ট ছিলি!
ঘুড়তে সেদিন যাই,
গরম কাপড়,শীতের পোষাক
কিছুই সেদিন নাই।

প্রবল বাতাস ঠান্ডা ভিষণ
পাহাড় থেকেও দূরে,
নিজের শরীর উদাম করে
দিয়ে ছিলাম মুড়ে।
নিবিড় সোনা তোর মনে নেই,
হাসি দেখার ছলে!

খেলার ফাঁকে যাদু দিয়ে
লজেন্স দিতাম তুলে?
সব চলে যায় দিনগুলো সব
স্মৃতিই শুধু থাকে,
ভুলে গেলেও স্মৃতিই তখন
পিছন ফিরে ডাকে।

দিন গুলিকে পিছন ফেলে
সামনে যাবি যবে,
এই বৃদ্ধ বাবার হাতটি দেখিস
তোদের মাথায়ই রবে।

ছেড়ে দিলাম বাবা তোদের
মুক্তো আলোর পথে,
মানুষ হয়ে , ফিরবি তোরা
অরুণ আলোর রথে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন