ফরিদপুরের সদরপুর উপজেলায় কাজাখিস্তান প্রবাসীর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে এই ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের প্রায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ভলিবল ও ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে কাজাখিস্তান প্রবাসী ফরহাদ আকনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ফরহাদ আকন ২০০২ সাল থেকে কাজাখিস্তানে বসবাস করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ–কাজাখিস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে দেশের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, শিক্ষা ও সামাজিক নানা সহায়তা প্রদান করে আসছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ফরহাদ আকনের বাবা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, “শীতের কষ্ট থেকে গরিব মানুষকে রক্ষা করতেই আমার ছেলে এই উদ্যোগ নিয়েছে। একজন বাবা হিসেবে আজ আমি গর্বিত যে, আমার সন্তান সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আল্লাহ যেন তাকে আজীবন মানুষের সেবায় নিয়োজিত রাখেন।”
জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও স্থানীয় বাসিন্দা মুফতি মিজানুর রহমান রাজু বলেন, “ফরহাদ আকন শুধু এই এলাকায় নয়, পুরো ফরিদপুর জেলায় গরিব ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আজ প্রায় এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ তারই ধারাবাহিকতার অংশ। ভবিষ্যতেও তিনি মানবসেবায় এগিয়ে থাকবেন বলে আমরা আশাবাদী।”
এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে প্রবাসী ফরহাদ আকন উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী হতদরিদ্র মানুষেরা এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি জাকির হোসেন ফরিদি, জাহিদুল ইসলাম, জাহিদ খান, শেখ ফজলুর রহমানসহ আরও অনেকে।

হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৩:০৭ পিএম