ফরিদপুর-২ আসনে শান্তিপূর্ণ প্রচারণার আহ্বান শামা ওবায়েদের: “ভয় নয়, বিশ্বাসের রাজনীতি চাই”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:১১ পিএম

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) সংসদীয় আসনে ভোটকে কেন্দ্র করে নানা হুমকি-ধামকি ও একটি হামলার ঘটনার প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতে রাজনীতি চর্চার ওপর গুরুত্ব দিতেন। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি শুরু থেকেই গণতান্ত্রিক ও মানবিক রাজনীতির পথে অগ্রসর হয়েছে। ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো নীতি বা কর্মকাণ্ডের সঙ্গে দলটি কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না—এটাই বিএনপির রাজনৈতিক অবস্থান।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর দমন-পীড়ন ও নির্যাতন চললেও দলটি কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর বিশ্বাস হারায়নি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে, কারণ দলটি ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাধান্য দেয়।

নিজের রাজনৈতিক জীবন গঠনের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ জানান, তার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও কর্মধারা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে আপনজন হিসেবে দেখতেন এবং মানুষের বিপদে আগে মানুষকেই গুরুত্ব দিতেন। আজও এই অঞ্চলের মানুষ তার মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করে।

স্ট্যাটাসে শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশে আবার জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সময়ে তিনি দলমত নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। বিশেষ করে নগরকান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছানোর নির্দেশনা দেন।

সবশেষে তিনি সহিংসতা ও ভয়ভীতির রাজনীতি পরিহার করে বিশ্বাস, সহনশীলতা ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন