ফরিদপুরে শুরু হলো ৬ দিনব্যাপী গঙ্গা পূজা ও কবিগান, ভক্তদের মিলনমেলা শোভারামপুরে

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৩ পিএম

ফরিদপুর শহরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন গঙ্গা পূজা ও কবিগান উপলক্ষে শুরু হয়েছে ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার (১৬ জানুয়ারি) ফরিদপুর শহরের শোভারামপুর মাঝিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ধর্মীয় উৎসবের সূচনা হয়।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রী শ্রী গঙ্গা মাতার পূজা ও অর্চণা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জনপ্রিয় কবিগানের আসর, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

কবিগানের আসরে অংশ নিচ্ছেন দেশের খ্যাতনামা কবিয়ালরা। এর মধ্যে মাদারীপুরের কবি সম্রাট সরকার ও নড়াইলের কবি সুরঞ্জন সরকার তাদের তীক্ষ্ণ বাক্যবাণী ও সুরেলা কণ্ঠে কবিগান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করবেন।

আয়োজকরা জানান, প্রতিবছরই গঙ্গা পূজা ও কবিগান উপলক্ষে শোভারামপুর মাঝিপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ছয় দিনব্যাপী এই মহতী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন অঞ্চল ও আশপাশের জেলা থেকেও অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থী অংশগ্রহণ করে থাকেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও লোকজ সংস্কৃতির মিলনমেলায় পরিণত হওয়া এই ছয় দিনব্যাপী গঙ্গা পূজা ও কবিগান উৎসব আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন