ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০২ (সালথা-নগরকান্দা) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর)।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আল্লামা শাহ আকরাম আলী অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের দ্বারা তিনি এবং তার অনুসারীরা নানাভাবে হুমকি-ধামকির শিকার হচ্ছেন। কদমতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বর্তমানে ওই ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া বনগ্রামের বাসিন্দা মাওলানা শোয়াইব ইসলামকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ধলা হুজুর। তিনি বলেন, “আমার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে, যার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় তার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা, গাড়িতে হামলার হুমকি, গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এতে করে নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে আল্লামা শাহ আকরাম আলী বলেন,“আমি ফরিদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রশাসনের কাছে সহযোগিতা ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি নিজে এবং আমার নেতাকর্মীরা জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ১০ দলীয় জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি ও ১০ দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসাইন, ধলা হুজুরের নির্বাচনী মুখপাত্র মুফতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, সদর শাখার সেক্রেটারি নাজমুল হাসান, সালথা শাখার সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হারুন-অর-রশীদ ও মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ২:১০ পিএম